আজ বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

অভিনন্দনে ভাসছে মন্ত্রী গাজী

 

সংবাদচর্চা রিপোর্ট: নারায়ণগঞ্জ -১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক গত ২৯ অক্টোবর দেশের সর্বোচ্চ সম্মানজনক স্বাধীনতা পুরস্কার -২০২০ গ্রহণ করেছেন। পুরস্কার গ্রহণের পর তিনি ফুলের শুভেচ্ছা এবং অভিনন্দনে ভাসছেন । তার শুভাকাঙ্খীকারা ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানাচ্ছে। শুক্রবার ছুটির দিনে রূপসী গাজী ভবনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভিড় লক্ষ্য করে গেছে। এদিন তারাব পৌর আওয়ামী লীগ, যুব লীগ, যুবমহিলা, রূপগঞ্জ উপজেলা যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে ফুলের শুভেচ্ছা জানিয়েছে। এসময় রূপগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, তারাব পৌর যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ , জনপ্রতিনিধি ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাকে দেশের সর্বোচ্চ সম্মানজনক স্বাধীনতা পুরস্কার (২০২০) দিয়েছে সরকার।