আজ মঙ্গলবার, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গোলাকান্দাইলে ফায়ার সার্ভিসের মহড়া


নিজস্ব প্রতিবেদক: রূপগঞ্জের গোলাকান্দাইলে কাঞ্চন ফায়ার সার্ভিসের বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৮টার দিকে গোলাকান্দাইল হাটের মাঠে কাঞ্চন ফায়ার সার্ভিসের আয়োজনে অগ্নিনির্বাপনে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ফায়ার সার্ভিস কর্মীরা এ জনসচেতনতামূলক মহড়ার আয়োজন করে। গোলাকান্দাইল হাটের মাঠে আয়োজিত এ বিশেষ অগ্নিনির্বাপন মহড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঞ্চন ফায়ার সার্ভিসের ইনচার্জ শাহ্ আলম, গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মাশকুর রহমান মাসুদ, গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলী আকবর, গোলাকান্দাইল ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান ইসরাফিল হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।