আজ মঙ্গলবার, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে করোনাভাইরাস প্রতিরোধে প্রচারাভিযান

সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার বিভিন্ন এলাকায় পৌর মেয়র রফিকুল ইসলামের নেতৃত্বে সামাজিক সংগঠন এফএনএফ ফাউন্ডেশন কাঞ্চন এর উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারাভিযান কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকালে কর্মসূচি পালন করা হয়। এসময় সকলের মাঝে করোনা প্রতিরোধে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও অক্সিজেন বৃদ্ধির লক্ষ্যে ফলদ-ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফএনএফ ফাউন্ডেশনের সভাপতি মনিরুজ্জামান ভুঁইয়া। সভায় বক্তব্য রাখেন কাঞ্চন পৌর মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, কাউন্সিলর পনির হোসেন, মফিকুল ইসলাম খাঁন, রূপগঞ্জ ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন দোলন, এফএনএফ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক সোহেল ভূইয়া, মাছুদ চৌধুরী, মাছুম চৌধুরী অপু, মাহবুব আলম, মোস্তফা মোল্লা, আমিনুল ইসলম বাবু, শামীম ভূইয়া, সোহেল মাহমুদ, মোক্তার হোসেন । পরে কাঞ্চন বাজার, বিরাব বাজার এলাকায় করোনা সচেনতায় প্রচারাভিযান করেন।