আজ বৃহস্পতিবার, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আলাউদ্দিন জেহাদীকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

সংবাদচর্চা অনলাইনঃ

মুফতি আলাউদ্দিন জেহাদীকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সকল তরিকত পন্থী ও সুন্নী জনতার ব্যানারে শনিবার (০৮ আগষ্ট) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ডিসি এসপির কাছে এ ঘটনার সুষ্ঠ তদন্ত দাবী করছি। কুচক্রী মহর যেন কোনো ষড়যন্ত্র না করে তার নিরাপত্তা দাবী করছি। আমরা সুন্নী মুসলমানরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু আমাদের ঈমান কম নয়।

যারা আমাদের নিয়ে ষড়যন্ত্র করে তাদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে। জঙ্গীদের সাথে আমাদের কোন সম্পর্ক বা সংশ্লিষ্টতা নেই।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মুফতি তামিম বিল্লাহ, সোলায়মান মজুমদার, সোহেল মিয়া, গোলাম মোস্তফা নিরব প্রমুখ।