নবকুমার: নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ -১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। মন্ত্রী এক শুভেচ্ছা বার্তায় বলেন, প্রিয় নারায়ণগঞ্জবাসী । বিশ্বব্যাপী করোনাভাইরাসের মহামারির মধ্যে আমরা এবার পবিত্র ঈদুল আযহা উদযাপন করছি। এটা আমাদের ত্যাগের আনন্দের দিন। পশু কোরবানির সময় প্রয়োজনের অধিক লোকজন একত্রিত হবেন না এবং কোরবানির মাংস সংগ্রহের জন্য একত্রে অধিক লোক চলাফেরা করা থেকে বিরত থাকুন। কেউ চামড়া নিয়ে সহিংসতা করবেন না। সবাই মাস্ক পরুন ,সামাজিক দূরত্ব বজায় রাখুন। স্বাস্থ্য বিধি মেনে ঈদের নামাজ আদায় এবং কোরবানী করুন। কোরবানীর বর্জ্য দ্রুত অপসারণের ব্যবস্থা নিন। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। ঈদ মোবারক। প্রসঙ্গত ১ আগস্ট সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপন হবে।