নিজস্ব প্রতিবেদকঃ
ঈদের কেনাকাটা করতে চাষাঢ়া বালুর মাঠ এলাকার ঝুঁকিপূর্ণ ভিড় বেড়েছে মানুষের। করোনা ভাইরাসের প্রকোপের মধ্যে যেখানে সামাজিক দূরত্ব রাখার কথা সেখানে উল্টো গাদাগাদি করে অবস্থান নিয়েছে মানুষজন। গতকাল এ নিয়ে তাদের কোন বাধার মুখে পরতে হয়নি বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
সরেজমিনে দেখা যায়, ফুটপাতের দোকানগুলোতে ভিড়ের কারণে সামাজিক দূরত্বের বিষয়টি উপেক্ষিত থেকে গেছে। শহরের কালির বাজার, ডিইটি, বঙ্গবন্ধু সড়ক ও চাষাঢ়া হকার্স মার্কেট এলাকায় ক্রেতাসমাগম ছিল চোখে পড়ার মতো। শুরুতে এসব দোকানে ক্রেতাদের সংখ্যা তেমন দেখা না গেলেও ঈদ যত ঘনিয়ে আসছে ক্রেতাদের ভিড় তত বাড়ছে। পাল্লা দিয়ে কমছে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা।
সচেতন মহলের মতে, করোনা মোকাবেলায় শুধু সরকারের উপর দোশ চাপালেই হবে না শহর বাসিদেরও আরো সতর্ক হতে হবে। ঈদের আগের ও পরের তিন দিন শহর থেকে গ্রামের বাড়িতে যাওয়া বন্ধ করার জন্য প্রশাসরে কঠর নজরদারি রাখতে হবে। পাশাপাশি পশুর হাটে স্বাস্থ্যবিধি মানা ও ভিড় কমানোর ব্যবস্থা করতে হবে।