নিজস্ব প্রতিবেদক:
হকারদের ফুটপাতে বসার সুযোগ চেয়ে নারায়ণগঞ্জ ৫ আসনের সাংসদ সেলিম ওসমান বলেছেন, আমি মেয়রের কাছে অনুরোধ রাখবো আগামী ঈদ পর্যন্ত যেন হকারদের ফুটপাতে বসার সুযোগ দেওয়া হয়। তার এ কথায় খুশী হয়েছেন হকাররা। এর আগে পুর্নবাসন ছাড়া হকারদের উচেছদ বন্ধের দাবীতে জেলা প্রশাসকের নিকট স্বারক লিপি প্রদান করেন হকার নেতারা।
নারায়ণগঞ্জের বহুল আলোচিত হকার ইস্যুর সমস্যা সমাধান নিয়ে শুক্রবার এক স্মরণ সভায় তিনি এ কথা বলেন।
সেলিম ওসমান বলেন, সিটি কর্পোরেশনের ৭০ ভাগ আমার এলাকায়। আমার ভোট আর মেয়রের ভোট একই ভোট। জেলা প্রশাসক নারায়ণগঞ্জের অভিভাবক। উনি মিটিং ডাকবেন আমরা আলোচনায় বসবো। কিভাবে নারায়ণগঞ্জকে ডেঙগু থেকে মুক্ত রাখা যায়। মেয়রকে বসার আহবান রাখছি। কোন রাগ ঝগড়া না করে সমস্যার সমাধানে আমাদেরকে বসতে হবে।
মেয়র আইভীকে উদ্দেশ্যে করে সেলিম ওসমান বলেন, আপনার আমার জন্য না। নারায়ণগঞ্জের মানুষকে বাচাঁনোর জন্য আমাদেরকে বসতে হবে। এমন কোন সমস্যা নাই যেটা টেবিলে বসে আলোচনা করলে তার সমাধান হয় না। এটা আমাকে আমিনুল ইসলাম ভাইয়ের দেয়া ফর্মুলা।
এদিকে হকাররা বলেন, হকারদের উচ্ছেদ করতে হলে তাদের পুর্নবাসন করতে হবে। এই করোনা মহামারী কালীন পরিস্থিতি বিবেচনা করে ফুটপাতে হকারদের বসার সুযোগ দিতে হবে। জেলা পুলিশ প্রশাসনের কাছে দাবী জানিয়ে বলেন, হকারদের উচ্ছেদ ও মলামাল কেড়ে নেওয়া বন্ধ করতে। হকার ভাইদের উপর হামলা, মারধর বন্ধ করতে হবে। দরিদ্র হকারদের রেশন কার্ড ও খাদ্য সহায়তার ব্যবস্থা করারা দাবী জানান তারা। হকার্স মার্কেটে আধুনিক ও বহুতল ভবন নির্মান করার আহবান জানান মেয়রের কাছে।