সংবাদচর্চা অনলাইনঃ
মহামারি করোনাভাইরাস প্রতিরোধ করি, নারী ও কিশোরীর সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত করি’ এই স্লোগানকে কেন্দ্র করে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
শনিবার ১১ জুলাই সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা পরিবার পরিকল্পনা শাখার উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন,কোভিড-১৯ প্রতিরোধে সুস্বাস্থ্যের বিকল্প নেই। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে সুস্থ থাকতে হবে। সামাজিক দুরত্ব মেনে করোনা ভাইরাস থেকে সমতর্ক থাকার আহবান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডা. ইমতিয়াজ আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।