সংবাদচর্চা রিপোর্ট: বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্মসচিব (পিআরএল ভোগরত) খুরশিদ আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।
শনিবার ( ৪ জুলাই) এক শোকবার্তায় মন্ত্রী ব্যক্তিগতভাবে এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সকল পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীর পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর পরিবার-পরিজনসহ সকলকে গভীর সমবেদনা জানান।” উল্লেখ্য, জনাব খুরশীদ আলম,যুগ্মসচিব (পিআরএল ভোগরত) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে গত শুক্রবার মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন । শনিবার বাদ যোহর বাসাবো ঝিলপাড় জামে মসজিদ প্রঙ্গনে মরহুমের নামাজের জানাজা শেষে শাহাজানপুর কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়।