বিশেষ প্রতিবেদক
সোমবার সুস্থ হয়েছেন ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন। এর আগে ১৫ জুন করোনায় আক্রান্ত হন তিনি। তারপর থেকে ডাক্তারের পরামর্শে থানা অফিসার্স কোয়ার্টারে আইসোলেশনে ছিলেন ফতুল্লা থানার এই ভারপ্রাপ্ত কর্মকর্তা। গতকাল সংবাদচর্চাকে দেয়া এক সাক্ষাৎকারে আইসোলেশনে থাকা ১৪ দিনের বর্ণনা দিয়েছেন তিনি।
আসলাম হোসেন জানান, স্বাস্থ্যবিধি মেনে চলেছি। সেই সাথে কিছুটা রোবটিক ব্যায়াম করা ও ভিটামিন-সি যুক্ত ফল খেয়েছি। মোদ্দাকথায় ডাক্তার যে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবেই এই দিনগুলি পার করেছি।
নিজের মধ্যে বিচলিত অনুভূত হয়েছিলো কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না। এক মুহুর্তের জন্যও নিজের আত্নবিশ্বাস হারাইনি। সবসময় মহান আল্লাহ তায়ালার কাছে দু’হাত তুলে প্রার্থনা করেছি।
এই ক’দিন থানার কার্যক্রম থেকে দূরে থেকে কেমন লেগেছে জানতে চাইলে আসলাম বলেন, আমার থানার কারও সাথে আমি মিশতে পারি নি ঠিকই কিন্তু কার্যক্রম মনিটরিং করেছি। আইসোলেশনে থেকেও মোবাইল ফোন ও ওয়্যারলেসের মাধ্যমে সকলকে দিক নির্দেশনা দিয়েছি। সারাদিনের বেশিরভাগ সময়টা আমি কাজের মধ্য দিয়েই পার করেছি।
সকলের কাছে দোয়া চেয়ে আসলাম বলেন, আমার ডিউটি ও দায়িত্ব থেকে আমি দূরে নই। আমি এখনও আইসোলেশনে আছি। সকলে আমার জন্য দোয়া করবেন।
এসএমআর