আজ বুধবার, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গণপরিবহনসহ ৮ জনকে ২ হাজার ৫শ’ টাকা জরিমানা

সংবাদচর্চা অনলাইনঃ

জেলা প্রশাসনের উদ্যোগে মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময়ে স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় গন পরিবহনসহ ৮ জনকে মাস্ক পরিধান না করায় সংক্রামক রোগ(প্রতিরোধ নিরমুল নিয়ন্ত্রণ) ২০১৮ আইন অনুসারে ২ হাজার ৫শ’ টাকা জরিমান করা হয়।

রোববার সকালে নারায়ণগঞ্জ ফতুল্লা ভূইগড়, সাইনবোর্ড এলাকায় এ অভিযান চালানো হয়।

এসময় জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মারুফ সামাজিক যোগোযোগ মাধ্যমে বলেন, করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে মাস্ক পরার কোন বিকল্প নেই। গনপরিবহন, বাজার, দোকানপাটে সর্বত্র মাস্ক পরিধান করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সাবইকে অনুরোধ করেন তিনি। পাশা পাশি জনস্বার্থে এই মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে জানান। এসময় উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মারুফের সহযোগি মো. শাহাদাত হোসেন সহ পুলিশ প্রশাসনের সদস্যবৃন্দ।