সংবাদচর্চা অনলাইনঃ
গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে নতুন করে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে ২১ জনের দেহে। মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাড়িয়েছে ৪,৭৮৮ জনে। নতুন করে আরও ১ জন মারা গেছে। এ নিয়ে জেলার মোট মৃতের সংখ্যা ১০৯।
বৃহস্পতিবার ২৫ জুন সকালে নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানানো হয়।
সূত্রে জানা গেছে , সিটি কর্পোরেশন এলাকার ১১৯ জনের নমুনা সংগ্রহ করে ১৬ জন, সদর উপজেলার ৪৮ টি নমুনা পরীক্ষা করে ৪ জন, বন্দর উপজেলার ১৩ টি নমুনা পরীক্ষা করে ১ জন করোনা রোগী সনাক্ত হয়। এছাড়া সোনারগাঁ উপজেলার ১৬ টি, রূপগঞ্জে ১০৮ টি এবং আড়াইহাজারে ২২ টি নমুনা পরীক্ষা করে জানা যায় সেখানে নতুন করে কেউ করোনায় আক্রান্ত হয়নি। তবে আড়াইহাজার উপজেলায় ৭৫ বয়সী একজনের মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ জানান, নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় মোট ৩২৬ টি নমুনা পরীক্ষা করে ২১ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। নতুন করে মৃত্যু হয়েছে ১ জনের।