রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক ভুঁইয়ার মৃত্যুতে স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) বেলা ১১ টায় রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের আমদিয়া কৃষক শ্রমিক উচ্চ বিদ্যালয় মাঠে এ স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এদিকে, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক টেলি কনফারেন্সে বলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মরহুম এনামুল হক ভুইয়া ব্যক্তি জীবনে বিনয়ী, অল্পেতুষ্ট, পরোপকারী ও স্বজ্জন ব্যক্তি হিসেবেই সকলের হৃদয়ে আস্থার জায়গা করে নিয়েছেন আপন মহিমায়। মন্ত্রী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এ সময় আওয়ামীলীগ নেতারা তাদের বক্তব্যে বলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মরহুম এনামুল হক ভুঁইয়া ছিলেন আওয়ামীলীগের নিবেদিত প্রাণ ও নিষ্ঠাবান একজন কর্মী, তার অকাল মৃত্যুতে রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ হারিয়েছে একজন পরিশ্রমী রাজনৈতিক কর্মী ও ত্যাগী নেতাকে।
আওয়ামীলীগ নেতা সৈয়দ মারফত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন, বস্ত্র ও পাট মন্ত্রীর এপিএস এমদাদুল হক, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, অাওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান হাবিব, উপজেলা অাওয়ামীলীগের সাবেক কার্যকরী সদস্য এমায়েত হোসেন, উপজেলা শ্রমিকলীগের সাবেক সাধারন সম্পাদক মতিউর রহমান অাকন্দ, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আনছার আলী, দাউদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা খায়রুল আলম নয়ন ও মুকুল পাশা, দাউদপুর ইউনিয়ন মহিলালীগের সভাপতি খাদিজা অাক্তার রিনা, সাধারন সম্পাদক ফেরদৌসী জান্নাত রুমা, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ ফরিদ মাসুম, দাউদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক অাক্তারুজ্জামানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।
এর আগে গত ১৭ জুন রাত ৯ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক ভুইয়া ইন্তেকাল করেন। পরে বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১ টায় রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের আমদিয়া কৃষক শ্রমিক উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে তার লাশ স্থানীয় সামাজিক গোরস্থানে দাফন করা হয়।