আজ বুধবার, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আমরা চোরের স্বর্গ রাজ্যে বসবাস করছি : নুর উদ্দিন

সংবাদচর্চা অনলাইন:

আমরা নারায়ণগঞ্জবাসি সংগঠনের সভাপতি নুর উদ্দিন অভিযোগ করে বলেন, রাষ্ট্রীয় কোষাগারে এই জেলা থেকে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা রাজস্ব দেয়া হয়। খানপুর হাসপাতালের সুপারিন্টেন্ড’র পিএস চোর আবু সিদ্দিক এই করোনা হাসপাতালের কিট এবং ঔষধ সরিয়ে ফেলে। জেলার সিভিল সার্জন ও প্রশাসন কি দায়িত্ব পালন করছেন। আমরা কি তাহলে চোরের স্বর্গ রাজ্যে বসবাস করছি। রোহিঙ্গারা আউসিউ পায় অথচ আমরা কোটি কোটি টাকা রাজস্ব দিয়ে চিকিৎসার জন্য আইসিউ পাই না। দেশের স্বাস্থ্য ব্যবস্থার চরম অবনতি।

সোমবার ২২ জুন বেলা ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এক মানব বন্ধনে তিনি একথা বলেন।

নুর উদ্দিন বলেন, আমরা স্বাস্থ্য মন্ত্রীকে ধিক্কার জানাই। আমাদের অবস্থ্যা রোহিঙ্গাদের চেয়েও খারাপ। আমাদের দেখার কেউ নেই। কিন্তু অনেক আন্দোলন এবং লেখা লেখির পর এখানকার মানুষ করোনা হাসপাতাল পেয়েছে। একই সাথে করোনা পরীক্ষার পিসিআর ল্যাব বসানো হলো। অথচ কয়দিন না যেতেই কিট সংকটের কথা বলে আজ ৬ দিন যাবত করোনা টেষ্ট বন্ধ রয়েছে।

৩ মাস আগে প্রধান মন্ত্রী নারায়ণগঞ্জে ১০ শয্যা আইসিউ বেডসহ করোনা হাসপাতাল করার নির্দেশ দেন। কিন্তু আমরা দেখতে পেলাম এখনো পর্যন্ত এই ৩শ’ শয্যা হাসপাতালে আইসিউ চালু করা হয়নি। তাই দুঃখের সাথে বলতে হয়, আইসিউ এবং ভ্যান্টিলেশন ব্যবস্থা চালু না হওয়ায় মুমূর্ষ রোগিরা সঠিক চিকিৎসা না পেয়ে মৃত্যূর দিকে ধাবিত হচেছ। খানপুর ৩শ’ শয্যা হাসপাতালে আইসিউ সহ করোনা টেষ্ট চালু করার দাবি জানাই।