জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ ঝিনাইদহ বঙ্গবন্ধু পরিষদ জেলা শাখার পক্ষ থেকে মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ও পুস্পমাল্য অর্পন করেন। সকালে বঙ্গবন্ধু পরিষদ জেলা শাখার কার্যালয় থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকে শহীদদের স্বরনে সমবেত হয় ও মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এসময় উপস্থিত ছিলেন ও মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু পরিষদ জেলা শাখার সভাপতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের প্রফেসর ড.আক্তারুল ইসলাম জিল্লু ,সহ-সভাপতি মসলেম আলী, সাধারন সম্পাদক হাফিজুর রহমান,প্রদীপ কুমার আধিকারী,সাজেদুর রহমান শিমুল,শাহিনুর রহমান,হারুন আর-রশীদ প্রমূখ।