নিজস্ব প্রতিবেদক
শহরের চাষাঢ়ায় বিদ্যুৎ বিলের ৩ হাজার ৬‘শ টাকা জন্য সিরাজুল ইসলাম নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। মামলায় জেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক শাহ ফয়েজ উল্লাহ ফয়েজের বাবা শাহজাহান ও বাড়ির দারোয়ান কে আসামী করা হয়েছে। তবে ঘটনার পর থেকেই আসামী শাহজাহান পলাতক। স্থানীয়রা বলছেন ছেলে সাহায্যে পালিয়েছে বাবা। নিহত সিরাজুল বৃহস্পতিবার আহত হওয়ার পর শুক্রবার বিকালে মারা যান।
পলাতকের বিষয়টি স্বিকার করে ফতুল্লা মডেল থানার উপ পরির্দশক শরিফুল ইসলাম জানান, বাড়িওয়ালা দ্বারা নির্যাতনের শিকার হয়ে বৃদ্ধের মৃত্যুর হয়েছে। এ ব্যাপারে নিহতের স্বজন মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে সে পলাতক রয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানায়, শাহজাহান ১ দিন পূর্বে বকেয়াকৃত ৩ হাজার ৬‘শ টাকা বিদ্যুৎ বিলের জন্য নিহত ওই ব্যক্তির মাথায় আঘাত করে এবং তার বাড়ির দারোয়ান পিটিয়ে জখম করে। পরে তিনি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ছোট ছেলের বাড়িত ছিলেন। শুক্রবার জামতলার সেই বাড়িতে বৃদ্ধার অবস্থার আরও অবনতি হলে হলে তিনি মারা যান।
এদিকে স্থানীয়দের অভিযোগ, ফয়েজের বাবা ছেলের রাজনৈতিক পরিচয়ের প্রভাবে এলাকায় বেশ দাপটের সাথে চলাফেরা করেন। যে কারণে ভাড়াটে বৃদ্ধের উপর এই নির্যাতনের প্রতিবাদ করতে সাহস পাননি এলাকার কেউই। উল্লেখ্য, এ ঘটনায় অভিযুক্ত বাড়ির মালিক শাহজানের ছেলে জেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহ ফয়েজ উল্লাহ ফয়েজও বিভিন্ন সময়ে নানা অপকর্মে জড়িয়ে বেশ সমালোচিত হয়েছেন। যৌতুকের দাবিতে নিজের চতুর্থ স্ত্রীকে পাশবিক নির্যাতনের অভিযোগে ফতুল্লা থানা পুলিশ গ্রেপ্তার করে শাহ ফয়েজ উল্লাহ ফয়েজকে।