নিজস্ব সংবাদদাতা
না.গঞ্জ দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে আইডি কার্ড বিতরণ করা হয়েছে। রোববার (৭ জুন) দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আইডি কার্ড বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সভাপতি মোজাম্মেল হক।
মোজ্জামেল হক বলেন, এই করোনা পরিস্থিতিতে দোকান মালিকরা কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ করছে না। শুধু এই নয় দোকান মালিকরা তাদের কোনো রকম সাহায্য সহযোগীতা করছে না। বরং দোকান মালিকরা শ্রমিক ছাটাই করছে। আমি সব সময় সেই দোকান কর্মচারীদের অধিকারের পাশে আছি ও থাকব। এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক তুলষি ঘোষ, কোষাধ্যক্ষ লিয়াকত সহ আরও অনেকে।
এমআই/এসএমআর