আজ শুক্রবার, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কাঁচপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সংবাদচর্চা রিপোর্ট:

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের কাঁচপুরে একটি এ্যাম্বুলেন্স নিয়ন্ত্রন হারিয়ে ১ জন  নিহত হয়েছে। এ ঘটনায় আরও ১ জন গুরুত্বর আহত  হয়েছে । মঙ্গলবার ( ২৬  মে) বিকালে সোনারগাঁয়ের কাঁচপুরে  এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান , এ্যাম্বুলেন্স এর সাথে একটি রিক্সার সংঘর্ষ হয়। রিক্সার ড্রাইভার ঘটনাস্থলেই মারা যায়। এ্যাম্বুলেন্স টির সামনের চাকা ব্রাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

পুলিশ সংবাদচর্চাকে জানান, নিহত ব্যক্তির নাম আব্দুল কাফি। সে সোনাপুর এলাকায় ভাড়া থাকে। আহত ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ্যাম্বুলেন্স আটক করা হয়েছে। চালাক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।