আজ সোমবার, ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ওরা সব পারে

নিজস্ব সংবাদদাতা

ঘরে রান্না করা থেকে শুরু করে রাস্তায় রাস্তায় ক্ষুর্ধাত মানুষ খোঁজে বেরান কয়েকজন তরুণ তরুণী। তারা নিজেরাই রান্না করে সেই খাবার বিতরণ করছেন অসহায় ও গরীবদের মাঝে। শুক্রবার শহরের বিভিন্ন স্থানে তাদের ইফতার বিতরণ করতে দেখা গেছে। এ সময় তাদের সাথে কথা হলে জানা যায়, পিপল ফর পিপল গ্রুপ নামে একটি সংগঠনও রয়েছে তাদের। তারা সামাজিক নানা সমস্যা ও দুর্যোগে মানুষের পাশে  দাড়াঁয়। ওই সময় উপস্থিত মোস্তফা সরকার, মো. সাগর হোসাইন, লামিয়া আখতার, সাইফ রোজা করোনায় ক্ষতিগ্রস্থ ও অসহায়দের নানা তথ্য তুলে ধরেন।

এ দিকে ইফতার বিতরণ করার সময় অনেককেই করতে দেখা গেছে নানা মন্তব্য। কেউ কেউ বলছেন দুর্যোগে ওরা ঘরেও থাকে, মানুষের পাশেও থাকে। করোনায় অসহায়দের পাশে ওরা এগিয়ে এসেছে, ওরা সব পারে।