সংবাদচর্চা রিপোর্ট:
ঈদকে সামনে রেখে সড়কে নজরদাড়ি বৃদ্ধি করেছে আড়াইহাজার থানা পুলিশ। বুধবার সরেজমিনে দেখা গেছে করোনাভাইরাস প্রতিরোধে অন্য জেলা থেকে আড়াইহাজারে প্রবেশ বা আড়াইহাজার থেকে অন্য জেলা বা উপজেলায় মানুষদের যেতে দিচ্ছে না পুলিশ। যে সকল যাত্রীবাহী গাড়ি আসছে বা যাচ্ছে তা আটকে দিচ্ছে পুলিশ। শুধু মালবাহী গাড়ি পণ্য পরিবহণ করতে পারছে। প্রাইভেটকারেও যাত্রীরা যেতে পারছে না। বুধবার সকালে আড়াইহাজার থানাধীন ছনপাড়া চেকপোস্টে পুলিশ পরিদর্শক আমীর হোসেন ও সঙ্গীয় অফিসার ফোর্স সহ যানবাহন নিয়ন্ত্রণ করে।
প্রসঙ্গত , এবার ঈদে কোনো মানুষ আড়াইহাজার থেকে বাইরে গিয়ে ঈদ করতে পারবে না। অন্য কোনো জেলার লোক নারায়ণগঞ্জ জেলায় এসে ঈদ করতে পারবে না।এটা সরকারের নির্দেশ। যা বাস্তবায়ন করছে পুলিশ।