নিজস্ব প্রতিবেদক
শহরের ৪ নম্বর ডি আই টি ওষুধ ফার্মেসীর পেছনে টিনসেটের ভেতরে চলছে জুয়ার আসর। একই সাথে প্রকাশ্যে গাঁজা বিক্রি করছে মাদক বিক্রেতারা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ২ থেকে ৩ টি জুয়ার আসর বসছে এখানে। রাতে বিভিন্ন এলাকার জুয়ারিরা একত্রিত হয়ে মোটা অংকের জুয়ায় লিপ্ত হচ্ছে। উল্লেখ্য, এসপি হারুনের আমলে একাধিক আসলে হানা দেয়ায় জুয়ার আসর কিছু দিনের জন্য বন্ধ ছিলো।
সূত্রে জানা গেছে, এখানে জুয়ার আসর চালায় চাল মিয়া নামে এক ব্যক্তি। আসরের বাইরে গাঁজা বিক্রি করে বুড়ি নামে এক নারী। এছাড়া অন্যান্য মাদক বিক্রি করে আরও কয়েকজন।
জুয়ার আসর নিয়ে স্থানীয়রা বলেন, দিন রাত এখানে জুয়ার আসর চলছে। প্রতিদিন বিভিন্ন স্থানের জুয়ারী এখানে আসে। একই সাথে মাদক সেবীদের আড্ডাও এখানে। পাশেই বঙ্গবন্ধু সড়ক। এখান দিয়ে প্রতিনিয়ত পুলিশের গাড়ি চলাচল করছে কিন্তু এই জুয়ার আসরে পুলিশের অভিযান হচ্ছে না। স্থানীয়রা আরও বলেন, নারায়ণগঞ্জ সদর থানার আধা কিলোমিটারের মধ্যে এই এলাকা। থানার কাছেই এই জুয়ার আসর চলছে। পুলিশ প্রশাসনের কাছে জুয়ার আসর উচ্ছেদের দাবি জানান স্থানীয়রা।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি জানান, শহরের মধ্যে এই জুয়ার আসর চলছে তা পুলিশ জানতো না। পুলিশ দ্রুত এই জুয়ার আসরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।