আজ বুধবার, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফতুল্লায় জরিমানা

সংবাদচর্চা রিপোর্ট
সদর উপজেলার ফতুল্লা থানা এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। লাবনী ফুড প্রোডাক্ট নামক ওই প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অপরাধে এ জরিমানা করা হয়। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান।
তিনি জানান, ফতুল্লার দেলপাড়া এলাকায় লাবনী ফুড প্রডাক্ট কারখানায় অভিযানে দেখা যায় শ্রমিকরা একেকজন গা ঘেষে হ্যান্ড গ্লাবস ছাড়াই কাজ করছে। অস্বাস্থ্যকর পরিবেশে ললিপপ ও ফ্লুটিলা ফ্লেভার ড্রিংকস তৈরি করা হচ্ছে। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক ওই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানে জেলা পুলিশের একটি টিম সহায়তা প্রদান করেন।