সংবাদচর্চা রিপোর্ট:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো ঈদ উপহার পেয়েছেন রূপগঞ্জের ৪৪ জন গ্রাম পুলিশ। বৃহস্পতিবার ( ১৪ মে) রূপগঞ্জ উপজেলা পরিষদের সামনে উপজেলা প্রশাসন এ উপহার সামগ্রী বিতরণ করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, ৪৪ জন গ্রাম পুলিশকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১৩ শ করে নগদ টাকা দেওয়া হয়েছে। ঈদ উপহার হিসেবে ২০ কেজি চাল , ২ কেজি পোলার চাল, সেমাই ২ প্যাকেট , দুধ ৪০০ গ্রাম পাউডার , ১ লিটার তেল, ১ টা সাবান, মশুরের ডাল ১ কেজি দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুইয়া, সহকারী কমিশনার ( ভূমি) আফিফা খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম প্রমুখ।
মমতাজ বেগম আরো বলেন, ৭ জন উদ্যোক্তাকে ২ হাজার করে টাকা এবং খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। গাউছিয়া মার্কেট বন্ধ করে দেওয়ার পরে তা বৃহস্পতিবার সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। করোনাভাইরাস মোকাবেলায় সরকারের নির্দেশনা বাস্তবায়নের জন্য আমরা মাঠে রয়েছি। চেষ্টা করছি জনগণকে সচেতন করতে। আমাদের ত্রাণ সামগ্রী অব্যাহত রয়েছে।