করোনাভাইরাস পরিস্থিতিতে বিপাকে পড়া কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। শনিবার ( ৯ মে ) সকালে আড়াইহাজার উপজেলার বান্টি বাজার এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে তিনি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় এমপি বাবু সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলার অনুরোধ করেন। তিনি বলেন , বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস মোকাবেলায় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। যার ফলে ইউরোপ আমেরিকার চেয়ে বাংলাদেশের অবস্থা ভালো আছে। সবার ঘরে ঘরে সরকার খাদ্য পৌছে দিচ্ছে। দেশের এই ক্রান্তিকালে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। কোনো মানুষ যাতে না খেয়ে থাকে তার জন্য আমরা কাজ করে যাচ্ছি ।
এসময় বিভিন্ন ব্যবসায়ী, স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ , যুব লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।