আজ মঙ্গলবার, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

না.গঞ্জ: করোনায় নতুন আক্রান্ত ২০, মৃত্যু ১

সংবাদচর্চা রিপোর্ট

নারায়ণগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় আরও ২০ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্ত ১০৭৩ জন। এছাড়াও ২৪ ঘন্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে জেলায় মোট মৃত্যু ৫১ জন। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের তথ্য অফিসার সিরাজদৌল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জেলায় গত ২৪ ঘন্টায় ১৪৪ জনের নমুমা সংগ্রহ করে নতুন করে আরও ২০ জন করোনা রোগী পাওয়া গেছে ও আক্রান্ত হয়ে মারা গেছে ১ জন। এই নিয়ে জেলায় মোট আক্রান্ত ১০৭৩ জন ও মোট মৃত্যু ৫১ জন। এছাড়াও নতুন আরও ১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এই নিয়ে মোট সুস্থ ৫৮ জন।

বিভিন্ন সুত্রে জানা যায়, আক্রান্তদের মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় ৬৫৩ জন আক্রান্ত ও মৃত্যু ৩৬ , সদর উপজেলায় আক্রন্ত ৩২১ জন ও মৃত্যু ১১, বন্দর উপজেলায় আক্রন্ত ২৩ জন মৃত্যু ১, আড়াইহাজারে ২৮, সোনারগাঁয়ে আক্রান্ত ৩৩ মৃত্যু ২,রূপগঞ্জে ১৫ মৃত্যু ১ জন।

আরও জানা যায়, জেলায় এই পর্যন্ত সর্বমোট ৩৬৭১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে ১০৭৩ জনের শরীরে করোনা ভাইরাস আছে বলে শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫১ জন মারা গেছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন। মোট আইসোলেশনে আছে ৯৬৪ জন।

এসআইএস/এসএমআর