আন্তর্জাতিক ডেস্ক : জেরুজালেমকে ইসরায়েলি রাজধানী স্বীকৃতি দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভাদিমির পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, সোমবার আঙ্কারায় যাওয়ার আগে সিরিয়া সফরে গিয়েছিলেন পুতিন। সেখানে সেনা সরিয়ে নেওয়া ঘোষণা দেন। কথা বলেবেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গেও। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্কোন্নয়নের চেষ্টা করছেন পুতিন। এসময় উঠে আসে জেরুজালেম নিয়ে ট্রাম্পের সিদ্ধান্তের কারণে সৃষ্ট সংকটও। বুধবার ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দেন ট্রাম্প। জানান, খুব শিগগিরই মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেওয়া হবে। ট্রাম্পের সিদ্ধান্তে নিন্দার ঝড় ওঠে আন্তর্জাতিক মহল থেকে। উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের মতো আন্তর্জাতিক জোট। বিষয়টি নিয়ে কথা বলেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসও। পুতিন ও এরদোয়ান বলেন, জেরুজালেম ইস্যুটি ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধা হতে হবে। পুতিন বলেন, রাশিয়া ও তুরস্ক মনে করে জেরুজালেমকে ইসরায়েলি রাজধানী স্বীকৃতি মধ্যপ্রাচ্যে কোনও সুফল বয়ে আনেনি। বরং এটি শান্তি নষ্ট করছে ও এই অঞ্চলকে অস্থির করে তুলছে। এরদোয়ান বলেন, তিনি পুতিনের অবস্থানে সন্তুষ্ট। ফিলিস্তিনে ইসরায়েলে দখলিকৃত এলাকায় মৃত্যুর জন্য তিনি ইসরায়েলের সমালোচনা করেন। আজ বুধবার তুরস্কের ইস্তাম্বুলে ওআইসির সম্মেলন হওয়ার কথা রয়েছে। এরদোয়ানের দাবি, এই সম্মেলনের মাধ্যমেই পরিস্থিতি পাল্টে যাবে। সম্মেলনে প্রতিনিধি পাঠানোর প্রতিশ্র“তি দিয়েছেন পুতিনও।