আজ মঙ্গলবার, ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

‘আল্লাহর দোহাই ঘরে থাকুন’

বিশেষ প্রতিবেদক

প্রশাসন কঠোর থেকে কঠোর হয়েও মানুষ কে ঘর থেকে বের হওয়া বন্ধ করতে পারছে না। কারণে অকারণে পাড়া মহল্লায় চলাফেরা করছেন অনেকেই। হারিয়ে ফেলেছেন তাদের মানবতা। করোনা আক্রান্ত হোক কিংবা তার উপসর্গ যেভাবে মানুষ মারা যাক না কেনো আক্রান্ত হয়ে মারা যাওয়া সেই লাশ ছুঁয়ে দেখছে না কেউ। সন্তানরা বাবা-মা’র লাশ রেখে পালিয়ে যাচ্ছে। স্বজনরাও খোঁজ নেয় না করোনার ভয়ে। এই মানবতার পরিবর্তনের জন্য কাজ করছে একদল করোনা যোদ্ধা। তাদের সৎকর্মের মাধ্যমে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের দাফন করা হচ্ছে। দাহ করছে হিন্দু সম্প্রদায়ের মৃত্যদেরও। এই করোনা যোদ্ধাদের মূল নেতৃত্বদানকারী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খোরশেদ। তিনি এই সৎকর্মের পাশাপাশি পাড়া মহল্লায় হাটছেন আর একটাই কথা বলছেন আল্লাহর দোহাই ঘরে থাকুন। ঘরে থাকুন।

এদিকে নারায়ণগঞ্জের করোনা পরিস্থিতি দিনকে দিন উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুর পর এখানে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জন। এদিকে করোনা ভাইরাসে আক্রন্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০১ এ। অন্যদিকে ৫ জন পুলিশ সদস্যও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।

বিএ/এসএমআর