আজ মঙ্গলবার, ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শাহ্ নিজামের মায়ের মৃত্যুতে নাছির গাজীর শোক

সংবাদচর্চা রিপোর্ট
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজামের মায়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন লিপি ওসমান শিশু নিকতনের উদ্যোক্তা মো. নাছির গাজী। আজ শনিবার এক শোক বার্তার মাধ্যমে এ শোক প্রকাশ করেন তিনি।

শোক বার্তায় নাছির গাজী বলেন, সাংসদ শামীম ওসমানের আস্থাভাজন এবং আমার রাজনৈতিক গুরু শাহ নিজাম সব সময় শিখিয়েছেন সাদাকে সাদা আর কালোকে কালো বলতে। তিনি সবসময় সত্য ও ন্যায়ের পথে চলার জন্য আমাদের শিখিয়েছেন। তার অনুপ্রেরণায় আমাদের রাজনীতিতে আসা। তার মায়ের মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। সেই সাথে রাজনৈতিক গুরুর জন্য রইলো সমবেদনা আর ভালোবাসা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ঢাকায় নিজ বাসভবনে শাহ নিজামের মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মুন্সিগঞ্জের সদর থানা এলাকায় বাদ আছর জানাযা শেষে মরহুমার পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

এসএমআর