সংবাদচর্চা রিপোর্ট
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, দেশে আজ পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হয়েছেন ২১৮ জন। মারা গেছেন ২০ জন। এর মধ্যে ঢাকায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা সর্বোচ্চ ১২৪ জন। নারায়ণগঞ্জে গতকাল পর্যন্ত ৩৮ জনের মধ্যে এ ভাইরাস শনাক্ত করা হয়। এ পর্যন্ত নারায়ণগঞ্জে মারা গেছেন ৬ জন। সচেতন মহল বলছে, এখন করোনাভাইরাস ছড়ানোর একটা অন্যতম বড় স্থান নারায়ণগঞ্জ।
নারায়ণগঞ্জ থেকে অন্য জেলায়ও করোনা ছড়িয়েছে। নরসিংদী, টাঙ্গাইল, গাজীপুরে শনাক্ত হওয়া ব্যক্তিরা নারায়ণগঞ্জে ছিলেন। গতকাল রাতে টাঙ্গাইলের মির্জাপুরের ভাওড়া এলাকায় একজনের করোনা শনাক্ত হয়েছে। তিনি নারায়ণগঞ্জের একটি ক্লিনিকে চাকরি করতেন বলে জানা গেছে। ফলে ওই এলাকায় এখন লকডাউন করা হয়েছে। এখন পর্যন্ত নরসিংদীতে দুজন করোনা রোগী শনাক্ত হয়েছে। তাঁরা দুজনই নারায়ণগঞ্জে চাকরি করতেন। গত সোমবার প্রথম নরসিংদীর পলাশের ডাঙ্গা ইউনিয়নে একজন শনাক্ত হন। তিনি নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় কাজ করতেন। গতকাল নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের শাহপুর গ্রামের এক বাসিন্দা শনাক্ত হন। তিনি একটি ওষুধ কোম্পানিতে নারায়ণগঞ্জে চাকরি করেন। গতকাল গাজীপুরের কাপাসিয়ায় ঠান্ডা, সর্দি, জ্বর ও শ্বাসকষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি নারায়ণগঞ্জে একটি পোশাক কারখানায় কাজ করতেন। তবে তাঁর করোনা পরীক্ষা হয়নি এখনো হয়নি।
এসএমআর