নিজস্ব প্রতিবেদক:
১ জন মারা যাওয়ার পরই আতংক চারদিকে ছড়িয়ে পরে। তবে তাতে থামেনি মৃত্যুর মিছিল। একে একে করোনার ভয়াল থাবা শুধুমাত্র নারায়ণগঞ্জ মহানগেররই ৫ জনের জীবন কেঁড়ে নিয়েছে। সোমবার দুপুর পর্যন্ত এমন তথ্য দেয়ার পাশাপাশি আইইডিসিআর জানিয়েছে, সব মিলিয়ে এ জেলার ২৩ জন করোনায় আক্রান্ত হয়েছে।
গতকাল দুুপুরে প্রেস ব্রিফিংয়ে আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা জানান, নারায়ণগঞ্জের আরও ২ জন মারা গেছেন। এ জেলায় মোট আক্রান্ত হয়েছে ২৩ জন । গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জের ১২ জন আক্রান্ত হয়েছে বলে জানান তিনি। এ দিকে শহরের ১৮ নম্বর ওয়ার্ডে করোনা আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা মোস্তফা আলী শেখ।
তিনি আরও জানান, ফারুক আহমেদ (৫০) নামে শহরের শীতলক্ষ্যায় এলাকার এক বাসিন্দা মারা গেছেন। গত দুই সপ্তাহ ধরে ফারুকের জ্বর ছিল। পরে রাজধানীতে কুয়েত মৈত্রি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তিনি। সেখানে তার নমুনা পরীক্ষা করা হলে পজেটিভ রিপোর্ট আসে। সোমবার দুপুরে তিনি মারা যান। খবর পেয়ে সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের শীতলক্ষ্যা এলাকায় ফারুকের বাড়ি ও আশপাশ লকডাউন করেছে বলে জানান তিনি।
আরও জানা গেছে, শহরের জামতলায় ব্রাদার্স রোড এলাকায় গিয়াসউদ্দিন (৬০) নামের এক ব্যক্তি মারা গেছেন। রোববার বিকেলে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা মোস্তাফা আলী, স্থানীয় ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার, ফতুল¬া মডেল থানার ওসি আসলাম হোসেন ঘটনাস্থলে গিয়ে ওই বাড়িটি অঘোষিত লক ডাউন করে দিয়েছে।
দেওভোগ আখড়া মোড়ের বাসিন্দা চিত্তরঞ্জন ঘোষ (৫৮) গত ২৭ মার্চ থেকে জ্বর, কাশি ভুগছিলেন । পরে শ্বাসকষ্ট শুরু হয়। শুক্রবার সারাদিন নারায়ণগঞ্জ ও রাজধানীর বিভিন্ন হাসপাতালে ঘোরাঘুরি করলেও কোনো হাসপাতালেই তাকে ভর্তি নিতে রাজি হয়নি। উপায় না দেখে রাতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়। করোনা উপসর্গ থাকায় পরদিন সকালে তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআর। শনিবার রাত ১০টায় চিত্ত ঘোষ মারা যান। নমুনা পরীক্ষায় তার শরীরে করোনা পজেটিভ আসে।
সদর উপজেলার কাশীপুর সুচিন্তা নগর এলাকার আবু সাঈদ মাতবর (৫৫) নামে এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় ঘটে। পরে দুই শতাধিক পরিবারকে লকডাউন করে দিয়েছে প্রশাসন। এসময় এলাকায় প্রবেশের চারদিকের রাস্তায় পাহারা বসিয়েছে পুলিশ। যাতে কেউ প্রবেশ কিংবা বাহির হতে না পারে।
গত ৩০ মার্চ শিউলী ওরফে পুতুল নামে ৪৫ বছর বয়সী এক নারী রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে নমুনা সংগ্রহ করা হয়। সেদিনই তাকে বন্দর নিয়ে এসে দাফন করা হয়। নমুনা সংগ্রহের পর পরীক্ষা শেষে ২ এপ্রিল করোনার পজেটিভ রিপোর্ট ধরা পড়ে। ৩০ মার্চ বন্দরের রসুলবাগ এলাকার জামাল সোপ কারখানা থেকে রসুলবাগ মোড় পর্যন্ত সড়কটি লক ডাউন করে দেয়া হয়।
সংবাদচর্চা/এসএম