সংবাদচর্চা রিপোর্ট
সারাদেশের মতো প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জেও প্রভাব পরেছে মহামারী করোনা ভাইরাসের। যার ন্যায় যানজটে পরিপূর্ণ শহরে কমেছে লোক সমাগম। শহরের যেসকল জায়গাগুলোতে দিনভর মানুষের উপস্থিতি থাকতো চোখে পরার মতো সেসকল স্থান এখন অনেকটাই ফাঁকা।
গতকার সরেজমিনে চাষাঢ়ার নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার, জামতলা, ২নং রেল গেট, মন্ডলপাড়া, সৈয়দপুর, কালির বাজার, খানপুর, চানমারী ও শিবু মার্কেট সহ শহরের বেশ কিছু এলাকায় গিয়ে মানুষের উপস্থিতি অকেটাই কম লক্ষ্য করা গেছে।
নগরবাসী জানায়, করোনা ভাইরাস সম্প্রতি মহামারী আকার ধারণ করেছে। বর্হিবিশ্বের দেশগুলোতে খুব খারাপ অবস্থা। এমতাবস্থায় সকলেরই উচিৎ শুরু থেকেই সচেতনতা অবলম্বন করা। তারা বলেন, ইতিমধ্যেই দেশে করোনার উপস্থিতি লক্ষ্য করা গেছে। আর এ নিয়ে মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক বিরাজ করছে। আর সে কারণেই মানুষ বিনা কারণে বাইরে ঘোরাফেরা বন্ধ করে দিয়েছে।
এদিকে দেশে প্রায় ১০জন করোনা রোগি শনাক্ত হয়েছে বলে জানা গেছে। যাদের মধ্যে কয়েকজন সুস্থ হলেও বাকিরা এ ভাইরাসে আক্রান্ত। আর এ নিয়ে শিক্ষামন্ত্রী দিপু মনি আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও প্রয়োজন ছাড়া মানুষকে বাইরে থাকতে নিষেধ করেছেন।
করোনা ভাইরাসসহ অন্যান্য রোগের বিস্তার সীমিত পর্যায়ে রাখতে সাহায্য করে মাস্ক। তবে এটার ব্যবহার এককভাবে সংক্রমণ বন্ধ করতে যথেষ্ট নয় আর তাই ফ্রী মাস্ক বিতরণের পাশাপাশি করোনা ভাইরাসের লক্ষণ ও প্রতিরোধে জনসচেতনতা মূলক ক্যাম্পেইন করছে বিভিন্ন সংগঠন।
সচেতন মহলের মতে, এই সময়টাতে এক জায়গাতে বেশি মানুষ না থাকাটাই শ্রেয়। একই সাথে মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। কেননা, সাবধানতা আর সচেতনতা পারে করোনা ভাইরাস রোধ করতে।