আজ রবিবার, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের স্থায়ী সদস্য সাংবাদিক মৌসুমী রায়ের পিতা মিহির কুমার রায়(৭০) পরলোকগমন করেছেন। রবিবার দুপুর সোয়া ২টায় ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২মেয়ে ও নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন ।

সোমবার দুপুর ২টায় শহরের মাসদাইরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।

তার মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সকল সদস্যের পক্ষ থেকে সভাপতি মাহবুবুর রহমান মাসুম ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামান ভূইয়া শামীম গভীর শোক প্রকাশ করেছেন। সেই সাথে প্রয়াতের শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি সমবেদনা জানিয়েছেন।