নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের স্থায়ী সদস্য সাংবাদিক মৌসুমী রায়ের পিতা মিহির কুমার রায়(৭০) পরলোকগমন করেছেন। রবিবার দুপুর সোয়া ২টায় ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২মেয়ে ও নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন ।
সোমবার দুপুর ২টায় শহরের মাসদাইরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।
তার মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সকল সদস্যের পক্ষ থেকে সভাপতি মাহবুবুর রহমান মাসুম ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামান ভূইয়া শামীম গভীর শোক প্রকাশ করেছেন। সেই সাথে প্রয়াতের শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি সমবেদনা জানিয়েছেন।