বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন (রেজিঃ নং ১৬৬৫”) কেন্দ্রীয় কমিটির নিবার্চন করছেন শ্রমিক নেতা কাউছার আহমেদ পলাশ। সোমবার ২৪ ফেব্রুয়ারি বাদ জোহর রাজধানীর গাবতলীস্থ নির্বাচন কমিটির দপ্তর থেকে আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন (রেজিঃ নং ১৬৬৫”) কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন কাউছার আহমেদ পলাশ। এসময় নির্বাচন কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ ছাদিকুর রহমান হিরু ও সচিব মোঃ মফিজুল হক বেবু উপস্থিত ছিলেন।
পরে মনোনয়ন পত্র সংগ্রহ করার পর উপস্থিত বিভিন্ন শাখা থেকে আগত নেতাকর্মীদের সাথে তিনি কুশল বিনিময় করেন। তিনি নেতাকর্মীদের কাছে ভোট প্রার্থনা করেছেন।
এসময় আরো বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার কার্যকরী সভাপতি মোঃ বাবুল আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ জজ মিয়া, যুগ্ম সম্পাদক মোঃ ফিরোজ মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ বশির আহম্মেদ, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ওবাইদুর রহমান উবায়েদ, প্রচার সম্পাদক মোঃ হারুন মিয়া, দপ্তর সম্পাদক মোঃ শফিকুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ,কার্য়করী সদস্য মোঃ জাকির প্রধান ,বাবুল আহমেদ সহ বিভিন্ন শাখার শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, নির্বাচনী তফসিল অনুযায়ী সোমবার ২৪ ফেব্রুয়ারী ছিল মনোনয়ন পত্র সংগ্রহ করার দিন। এদিন সকাল ১০টা থেকে বিকেল ৫ টা পর্য়ন্ত মনোনয়ন পত্র সংগ্রহ করেন সভাপতি ও সম্পাদক সহ বিভিন্ন পদের প্রার্থীরা। বুধবার ২৬ ফেব্রুয়ারী মনোনয়ন পত্র দাখিলের দিন ধার্য় করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিটি। আরো পড়ুনঃসর্বক্ষেত্রেই শ্রমিকদের নিরাপত্তা চাই : পলাশ