আজ রবিবার, ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

লাল সাহার মৃত্যুতে মনির ও পারভেজের শোক

সংবাদচর্চা রিপোর্ট

নারায়ণগঞ্জ শহরের ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি বাবু কানাই লাল সাহার মৃত্যুতে একই ওয়ার্ডের সভাপতি এসএম পারভেজ এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির শোক প্রকাশ করেছে।

বুধবার ভোর ৬ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার নিজ বাড়িতে ইহলোক ত্যাগ করেন তিনি। গণমাধ্যমে পাঠানো শোকবার্তায় এ তথ্য জানানো হয়।

এসময় শোক বার্তায় সদ্য প্রয়াত এই নেতার পরিবারের প্রতি সমবেদনা জানান এই দুই নেতা। তারা বলেন, রাজনীতিতে লাল সাহার যে অবদান নিঃসন্দেহে অনস্বীকার্য। দলের বিপদে তার ভূমিকা ছিল অত্যান্ত প্রশংসনীয়। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।

আরআই/এসএএইচ