আজ বুধবার, ১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধু দুস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে শীত বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি, সংবাদচর্চা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শত জন্মবার্ষিকী উপলক্ষে চিত্রাষ্কন, প্রতিযোগিতা, মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে ।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে নবীনগর শাহওয়ার আলী উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু দুস্থ কল্যান সংস্থার আয়োজনে দুস্থ কল্যান সংস্থার সভাপতি মো. মাহাবুব হোসেনের সভাপতিত্বে শীত বস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাবেক ছাত্র নেতা ব্যারিস্টার জাকির আহাম্মদ। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদু, যুগ্ম সম্পাদক বি.এম শফিকুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগের আঞ্চলিক শাখার সহ-সভাপতি মো. সিরাজ উদ্দিন জনী, ফতুল্লা থানা ছাত্র লীগের সাধারণ সম্পাদক এম.এ মান্নান, বঙ্গবন্ধু দুস্থ কল্যান সংস্থার সাধারণ সম্পাদক মো. রোকন উদ্দিন পাঠান, শেখ রিমা, আমির হামজা সহ আরও অনেক।

এমআই/এসএমআর

স্পন্সরেড আর্টিকেলঃ