সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এড. তৈমূর আলম খন্দকারের আমন্ত্রণে সাড়া দিয়েছে বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা। শুক্রবার (৩ জানুয়ারি) এড.তৈমূর আলম খন্দকারের ভাতিজি শহীদ সাব্বির আলম খন্দকারের মেয়ের বিয়ে অনুষ্ঠানে একাধিক বিএনপির কেন্দ্রীয় নেতাকে দেখা গেছে। কেন্দ্রীয় নেতাদের মধ্যে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারি শিমুল বিশ্বাস, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন। অনুষ্ঠানের আয়োজন করা হয় গার্ডেন হিল কনভেশন সেন্টারে। অনুষ্ঠান তদারকি করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি ও কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার।
এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।