নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, আগামী ১৫ দিনের মধ্যে শ্রমিকদের জাতীয় মজুরী স্কেল -২০১৫’ এর মুজুরী স্লিপ প্রদান করা হবে । শ্রমিকদের অনশন প্রত্যাহার করে কাজে ফিরতে হবে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় ফার্মগেটের জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) কার্যালয়ে পাটকলা শ্রমিক লীগ ও রাষ্ট্রয়াত্ত পাটকল সিবিএ, নন-সিবিএ সংগ্রাম পরিষদের নেতাদের সাথে বৈঠক শেষে মন্ত্রী এসব কথা বলেন।
বৈঠকে উপস্থিত ছিলেন শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া , শ্রম সচিব কে এম আলী আজম, জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু ।