নবকুমার:
কালের গর্ভে হারিয়ে যাচ্ছে ২০১৯ সাল। বিদায়ী বছরে নারায়ণগঞ্জে বহু আলোচিত সমালোচিত ঘটনা ঘটেছে। ২০১৮-১৯ সাল ছিলো বিএনপির জন্য পরাজয়ের বছর।একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের ৫টি আসনে পরাজিত হয় বিএনপির প্রার্থীরা। আর আওয়ামী লীগ প্রার্থীরা বিপুল ভোটে জয় লাভ করে। জয় লাভের পর ২০১৯ সালের শুরু থেকে মন্ত্রীত্বের দাবিতে সোচ্চার হয়ে ওঠে নারায়ণগঞ্জ আওয়ামী লীগসহ সর্বস্তরের জনগণ। মন্ত্রীত্বের দাবিতে এগিয়ে ছিলেন রূপগঞ্জের গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। গোলাম দস্তগীর গাজীকে মন্ত্রী করার দাবিটা সর্বপ্রথম সংবাদচর্চা পত্রিকার মাধ্যমে তুলে ধরা হয়। গত ৩,৪,৫,৬ জানুয়ারি ৪ টি সংবাদ প্রকাশ করা হয় সংবাদচর্চায়। ৩ জানুয়ারি সংবাদের শিরোনাম ছিলো “এমপি গাজীকে মন্ত্রী হিসেবে দেখতে চায় নারায়ণগঞ্জবাসী” । আর ৬ জানুয়ারির সংবাদের শিরোনাম ছিলো “মন্ত্রীত্বের দাবিতে এগিয়ে গাজী”। এই সংবাদগুলো প্রকাশের পর ৭ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গোলাম দস্তগীর গাজীকে মন্ত্রী হিসেবে শপথ নিতে প্রস্তুত থাকতে বলা হয়। ৮ জানুয়ারি গোলাম দস্তগীর গাজী নারায়ণগঞ্জ আওয়ামী লীগে নতুন ইতিহাস রচনা করেন। এই দিন তিনি মন্ত্রী হিসেবে শপথ নেন। দায়িত্ব পান বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের । তার আগে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের কোনো ব্যক্তি মন্ত্রী হতে পারেন নাই। তিনি প্রথম আওয়ামী লীগের পূর্ণ মন্ত্রী । মন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর গোলাম দস্তগীর গাজী নারায়ণগঞ্জের উন্নয়নে কাজ শুরু করেন। তার নেতৃত্বে গত ১২ অক্টোবর সোনারগাঁ বিশ্ব কারুশিল্প শহরের স্বীকৃতি অর্জন করেছে। ৬০ কোটি লিটার পানি শোধনে সক্ষম রূপগঞ্জ উপজেলার গন্ধর্বপুর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গত ১০ অক্টোবর রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভূলতা ফ্লাইওভার উদ্বোধন করা হয়েছে। ওয়াসার সাথে নাসিকের চুক্তি হয়েছে। রূপগঞ্জে শতভাগ বিদ্যুৎ দেয়া হয়েছে। বিদায়ী বছরে প্রশাসন শতভাগ সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হিসেবে হারুন অর রশীদের যোগদানের পর থেকে পাল্টে যেতে থাকে শহরের চিত্র। উচ্ছেদ করা হয় ফুটপাতের হকার। গ্রেফতার করা হয় ভূমিদস্যু মাদক সন্ত্রাসীদের। তার জন্য শামীম ওসমানের সাথে হারুনের দ্বন্দ্ব হয়। গ্রেফতার করা হয় শামীমপন্থী একাধিক নাসিক কাউন্সিলরকে।
চাঁদাবাজি মামলায় গত ১৮ এপ্রিল বৃহষ্পতিবার দুপুরে নিতাগঞ্জ এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭ ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু কে গ্রেফতার করে পুলিশ। বন্দর থানার মামলা নং ৩২ । বাবু দীর্ঘ দিন জেল খাটার পর জামিনে মুক্তি পায়। এর পর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৩নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারী সাইফউদ্দিন আহমেদ দুলাল প্রধানকে ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। তাকে ১ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের নবীগঞ্জ খেয়াঘাট এলাকা থেকে ডিবির একটি টিম গ্রেফতার করে। তার কাছে ৫০ বোতল ফেনসিডিল পাওয়া যায় । গ্রেফতার করা হয় জাতীয় পার্টির নেতা ভূমিদস্যু আল জয়নালকে। প্রত্যাহার করা হয় শামীম ওসমানের দেহ রক্ষীকে।
গত ১৮ ফেব্রুয়ারি নগরীর দক্ষিণ নলুয়া জামে মসজিদ কমিটি ও মসজিদের জমাকৃত টাকা নিয়ে বিরোধের জেরে রোববার দিবাগত মধ্যরাতে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘঠেছে । এ ঘটনায় ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর কবীর হোসাইন ও সাবেক কাউন্সিলর কামরুল হাসান মুন্নাসহ ২২ জনকে গ্রেফতার করে পুলিশ। পরে তারা জামিনে মুক্তি পান।
গত ১ এপ্রিল নারায়ণগঞ্জ ক্লাবসহ ফতুল্লার বুড়িগঙ্গায় ভাসমান রেস্তোরাঁ ‘মেরি এন্ডারসন’ জাহাজে মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। সেখানে মাদক ব্যবসার সাথে শামীম ওসমানের শ্যালক তানভীর আহমেদ টিটু জড়িত বলে পুলিশ পক্ষ থেকে জানা যায়। পরে সেই দাবি নাখোজ হয়ে যায়। সেখান থেকে এসপি হারুনের সাথে শামীম ওসমানের দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। এর পরে আজমেরী ওসমানের বাসায় অভিযান পরিচালনা করে দুই জন কে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার করা হয় ভিকিকে। অভিযান চালানো হয় জুয়ার আস্তানা গুলোতে। তাছাড়া হারুন অর রশীদ জনপ্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী ফুটবল খেলার আয়োজন করেন। তিনি বাংলার সিংহাম উপাধি পেয়েছেন।
গত ৪ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নারায়ণগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশীদকে সরিয়ে দেওয়া হয়। তাকে বদলি করে পুলিশ সদর দপ্তরে (ট্রেনিং রিজার্ভ) সংযুক্তির আদেশ দেওয়া হয়।গত ৭ নভেম্বর দুপুরে শহরের মাসদাইর পুলিশ লাইনসে জেলা পুলিশের পক্ষ থেকে এসপি হারুনকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। সেই অনুষ্ঠানে তিনি কান্নায় ভেঙে পড়েন।
এছাড়া বিদায়ী বছর জুড়ে নারায়ণগঞ্জ বিএনপি -যুবদল- ছাত্রদল মাঠে থাকার চেষ্টা করেছে। তারা খালেদার মক্তি দাবি করেছেন। বার বার পুলিশের বাধায় বিএনপি নেতাকর্মীরা আন্দোলনে ব্যর্থ হয়েছে। তাদের নামে একাধিক মামলা হয়েছে। পুলিশের উপর হামলার ঘটনার মামলায় গত ১৭ ডিসেম্বর ভোর রাতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল কে গ্রেফতার করা হয় । তাদের জামিন হয় নি। বিদায়ী বছরে মহানগর বিএনপির পূণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়েছে। কেন্দ্রীয় কমিটিতে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতারা গুরুত্বপূর্ণ পদ পান নাই। রাজনৈতিক ভাবে বিচার করলে বিদায়ী বছরে নারায়ণগঞ্জবাসীর সবচেয়ে বড় অর্জন গোলাম দস্তগীর গাজীর মন্ত্রীত্ব। ৭০ বছর পর ভারতের সাথে নারায়ণগঞ্জের সরাসরি জাহাজ চলাচল শুরু হয়।
তাছাড়া বিদায়ী বছরে নারায়ণগঞ্জে স্কুল এবং মাদ্রাসা ছাত্রীরা ব্যাপক ধর্ষণের শিকার হয়েছে। বিশেষ করে মাদ্রাসার হুজুর কর্তৃক ছাত্রীরা বেশি ধর্ষণ হয়েছে।
গত ২৭ জুলাই দুপুরে ফতুল্লার ভূইগড় এলাকায় দারুল হুদা মহিলা মাদ্রাসার একাধিক ছাত্রীকে ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও বড় হুজুর (অধ্যক্ষ) মোস্তাফিজুর রহমানকে (৩৪) আটক করে র্যাব -১১। পরে তিনি ধর্ষণের দায় স্বীকার করেন। খুন সড়ক দুর্ঘনায় নিহতের পরিমাণ ছিলো ব্যাপক। বছর জুড়ে আলোচিত ঘটনার মধ্যে ছিলো গত ২৪ ফেব্রুয়ারী সোনারগাঁয়ের পলাশ বিমান ছিনতাইয়ের চেষ্টায় নিহত হয়। ক্যাসিনো কান্ডে গত ২০ সেপ্টেম্বর সোনারগাঁয়ের জিকে শামীমকে গ্রেফতার করা হয়। এরপর একই এলাকায় অবস্থিত তার মালিকানাধীন জিকে বিল্ডার্সের অফিসে (১৪৪ নম্বর) অভিযান চালিয়ে ১৬৫ কোটি টাকার স্থায়ী আমানতের (এফডিআর) কাগজ ও নগদ ১ কোটি ৮০ লাখ টাকা জব্দ করে র্যাব। এছাড়া তার কাছে থাকা আগ্নেয়াস্ত্র, দেহরক্ষীদের ৭টি শটগান-গুলি এবং বিদেশি মদ জব্দ করা হয়। গত ১ অক্টোবর অনলাইন ক্যাসিনোর গুরু রূপগঞ্জের সেলিম প্রধানকে হযরত শাহ জালাল বিমান বন্দর থেকে গ্রেফতার করা হয়। পরে তার বাসায় অভিযান চালিয়ে বিদেশি মদ সহ বিপুল অর্থ উদ্ধার করা হয়। তাছাড়া নারায়ণগঞ্জ সিটি মেয়র আইভীর উপর হামলার ঘটনায় মামলা হয়েছে এ বছর। নারায়ণগঞ্জের এমপিদের মধ্যে ছিলো ঐক্য। এক কথায় বলতে গেলে বছর জুড়ে আলোচনায় ছিলো নারায়ণগঞ্জ। বালিশ দুর্নীতির ঘটনাও ঘটনায় সিদ্ধিরগঞ্জের মাকছুদুল । বিমান ছিনতায় এবং বালিশ দুর্নীতির ঘটনায় বিশ্বমিডিয়ায় ব্যাপক ভাবে সমালোচিত হয় নারায়ণগঞ্জ।