নবকুমার:
নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, বঙ্গবন্ধুর ডাকে দেশ স্বাধীন হয়েছে। দেশের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে । এখন দেশ কারো একার নয়। এটা আমাদের সবার।
বুধবার (২৫ ডিসেম্বর) রূপগঞ্জের পূূর্বাচল শীসেল পার্কে ৯৩ ব্যাচের উদ্যোগে পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, পাকিস্তানের আমলে আমরা সরকারি অফিসে বাংলায় কথা বলতে পারতাম না। সরকারি চাকরিতে ছিলো চরম বৈষম্য। বাঙালিদের বড় পদে চাকরি দেয়া হতো না।
৯৩ ব্যাচের শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, সবাইকে দেশ প্রেমিক হতে হবে। দেশের মানুষকে ভালো বাসতে হবে। যার যার ক্ষমতা অনুযায়ী আগে নিজের গ্রামের উন্নয়ন করতে হবে। তার পর দেশের উন্নয়নে অবদান রাখতে হবে।
গোলাম দস্তগীর গাজী বলেন, ২০৪১ সালে দেশকে উন্নত বিশ্বে নিয়ে যেতে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সু -পরিকল্পিত ভাবে কাজ করে যাচ্ছেন।