নবকুমার:
নর্থ সাউথ বিশ্বিবদ্যালয়ে আন্তর্জাতিক ‘ব্লুপ্রিন্টস ৫.০’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল নর্থ সাউথ বিশ্বিবদ্যালয় ক্যাম্পাসে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। তিনি বলেন, আমাদের লড়াই করেই টিকে থাকতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রেই এখন প্রতিযোগিতা করতে হচ্ছে। পন্য ভালো থাকলে চাহিদা বাড়ে। প্রতিযোগিতায় টিকে থাকতে কঠিন হয় না। আমাদেরকে সেই ভাবেই গড়ে তুলতে হবে। একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।
মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত বিশ্বে পৌছে দেবেন। সেই লক্ষে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে । দেশে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে। বিদেশী বিনিয়োগ বাড়ছে। কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে।
পরে তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এই প্রতিযোগিতার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ক্লাব। এই আসরের বিজয়ীকে দেয়া হয় দুই লাখ টাকা, প্রথম রানার আপকে দেয়া হয় এক লাখ টাকা এবং দ্বিতীয় রানার আপ পায় ৫০ হাজার টাকা। প্রায় অর্ধশতাধিক দল এবার অংশ নেন প্রতিযোগিতায়।