সারা দেশে প্রথম বারের মতো জাতীয় বস্ত্র দিবস পালিত হচ্ছে। বুধবার (৪ ডিসেম্বর) সকালে জাতীয় সংসদ ভবন এলাকার মানিক মিয়া এ্যাভিনিউতে জতীয় বস্ত্র দিবসের উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। এসময় উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট সচিব লোকমান হোসেনসহ বস্ত্র খাত সংশ্লিষ্ট সব অংশীজনরা। এখন থেকে প্রতিবছর ৪ ডিসেম্বর জাতীয় বস্ত্র দিবস পালিত হবে।