নবকুমার:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির এক শীর্ষ নেতাকে উদ্দেশ্য করে বলেছেন, উনি কবে কখন কোন নির্বাচিত সরকারের মন্ত্রী ছিলো। যখন যে অবৈধ ভাবে সরকার গঠন করেছে উনি তার সাথে গিয়ে সেই সরকারে মন্ত্রী হয়েছে। দুর্নীতির দায়ে সাজা প্রাপ্ত হয়ে জেলে ছিলো ,আবার এরশাদ যখন ক্ষমতায় আসলো রাষ্ট্রপতির ক্ষমায় তিনি সেই সাজা মওকুপ পেয়ে এরশাদের কেবিনেটে মন্ত্রী হলেন । তিনি হলো যখন যে সরকারে আসে সেই সরকারে গিয়ে মন্ত্রী হয়। যে অবৈধ সরকারে মন্ত্রী সে আমাদের নির্বাচন নিয়ে কথা উঠায় কিভাবে? নামটা আর বলাম না । আমাদের নেতাকর্মীদের বলে দেব ভালো ভাবে বলবে।আর জানি না সাংবাদিকরা এটা জানেন কি না। সাংবাদিকরা দেখলে বুঝতে পারেন কে কত রং বদলাতে পারে। তাদের মুখ দিয়ে নীতির কথা শুনা যায়।
শনিবার রাজধানীর খামারবাড়ীর কৃষিবিদ ইনস্টিটিউশনে মহিলা শ্রমিক লীগের দ্বিতীয় সম্মেলন উদ্বোধন করে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ভারতের কাছে থেকে আমি শেখ হাসিনা বাংলাদেশের স্বার্থ আদায় করছি। তাছাড়া কেউ করে নাই। খালেদা জিয়া দিল্লি গিয়ে তিস্তার কথা ভুলে গিয়েছিলো। আমরা তিস্তা চুক্তি করেছিলাম। ২০০৯ সালে সরকার গঠন করার পর সমুদ্র সীমা জয় করেছি। ভারতের সাথে সীমান্ত সমস্যা সমাধান করেছি।