আজ সোমবার, ১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

আবরার ফাহাদের রুমমেট আটক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার রুমমেট মিজানুর রহমান মিজানকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে শেরে বাংলা হলের নিজ কক্ষ থেকে তাকে আটক করা হয়।

গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা গেছে, ঘটনার দিন আবরারকে রুম থেকে কে ডেকে নিয়ে গিয়েছিল সে বিষয়ে জানতে মিজানকে আটক করা হয়েছে।

বুয়েটের শেরেবাংলা হলের ২০১১ নম্বর কক্ষে গত রবিবার রাতে কয়েক ঘণ্টা ধরে পিটিয়ে তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে হত্যা করা হয়।

স্পন্সরেড আর্টিকেলঃ