আজ মঙ্গলবার, ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্দরে যুবককে পিটিয়ে হত্যা

হাতুরি দিয়ে পিটিয়ে  বন্দরে খোকন (৩৭) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। খুনিরা লাশ ঘুম করার জন্য বস্তাবন্দি নদীতে ফেলে দেয়। শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায়  বন্দর থানার চাপাতলী পিঠাউলনির ব্রিজের নিচ থেকে বস্তাবন্দি অবস্থায় ওই লাশ উদ্ধার করে পুলিশ। নিহত খোকন মিয়া কুঁড়িপাড়া এলাকার সালাউদ্দিন সালু মাদবরের ছেলে। সে মদনপুরের অহিদের বালুমহালে চাকরি করতো।

এ ঘটনায় ঘাতক আলামিনকে (৩০) আটক করেছে পুলিশ। সে একই এলাকার তাওলাদের ছেলে।

বন্দর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আজহারুল ইসলাম বলেন, ‘বুধবার রাত সাড়ে ৯টায় বাড়ি থেকে বেরিয়ে বাসায় না ফেরাতে বৃহস্পতিবার রাতে খোকনের স্ত্রী থানায় একটি জিডি করেন। পরে আত্মীয়-স্বজন খোঁজ করতে করতে আলামিনের রুমে রক্তমাখা চাদর পায়। পরে আলামিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে খুনের বিষয়টি স্বীকার করে। তার দেওয়া তথ্যমতে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।’

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান থানা পুলিশের এই কর্মকর্তা।

গ্রেপ্তারকৃত আল আমিনের স্বীকারোক্তি মোতাবেক হত্যাকান্ডে ব্যবহৃত রক্তমাখা হাতুড়ি, ও  ছিনিয়ে  নেয়া মোবাইল সেট এবং নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ।