আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সৌদি আরবে ইরানের হামলা!

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির দুই তেলক্ষেত্রে হামলার ঘটনায় ইরানের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, ড্রোন এবং ক্রুজ মিসাইলের ধ্বংসাবশেষ থেকে এটাই প্রমাণ করে যে, ওই হামলার পেছনে ইরানের হাত রয়েছে।

সৌদি বলছে, ১৮টি ড্রোন এবং সাতটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা ওই হামলার দায় স্বীকার করেছে।

যুক্তরাষ্ট্রও বুধবার এক বিবৃতিতে বলেছে, যেখান থেকে সৌদিতে হামলা চালানো হয়েছে সেই এলাকা শনাক্ত করা সম্ভব হয়েছে। ইরান থেকেই সৌদির দুই তেলক্ষেত্রে ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

শনিবারের ওই হামলার পর সৌদির তেল ও গ্যাস উৎপাদন শতকরা ৫০ ভাগ কমে গেছে। সৌদিতে তেল উৎপাদন প্রতিদিন ৫৭ লাখ ব্যারেল কমে গেছে। এদিকে মঙ্গলবার হুথি বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র ইয়াহিয়া সারি ওই এলাকায় বিদেশিদের প্রবেশ না করতে হুঁশিয়ারি দিয়েছেন। কারণ সেখানে হুথি বিদ্রোহীরা আবারও হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন তিনি।

এক সংবাদ সম্মেলনে ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ প্রদর্শন করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, সব প্রমাণ থেকে এটা স্পষ্ট যে, উত্তর দিক থেকেই এই হামলা চালানো হয়েছে। এখানে কোনো সন্দেহ নেই যে এর পেছনে ইরানের হাত রয়েছে। তবে ঠিক কোন স্থান থেকে হামলা চালানো হয়েছে তা নিশ্চিত হতে কাজ করা হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে।