আজ বুধবার, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জের চারটি কারখানাকে জরিমানা

নারায়ণগঞ্জের চারটি কারখানাকে জরিমানা করেছে জেলা পরিবেশ অধিদপ্তর।  ১৭ সেপ্টেম্বর পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের পরিচালক রুবিনা ফেরদৌসী অভিযান পরিচালনা করে।  পরিবেশ অধিদপ্তরে শুনানীক্রমে পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ব্যতিত ও ইটিপি স্থাপন না করে অপরিশোধিত তরল বর্জ্য সরাসরি পরিবেশে নির্গত করে পরিবেশ দূষণ করার দায়ে নারায়ণগঞ্জের ইব্রাহিম কম্পোজিট টেক্সটাইল মিলকে ১ কোটি ২১ লাখ ৮০ হাজার ৮শ টাকা ছাড়াও ইটিপি নির্মাণাধীন সময়ে আগামী ৬ মাস পর্যন্ত প্রতিমাসে ৩ লাখ ৩২ হাজার ৮শ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে।

এছাড়া অকার্যকর ইটিপি পরিচালনার মাধ্যমে অপরিশোধিত তরল বর্জ্য সরাসরি পরিবেশে নির্গত করে পরিবেশ দূষণ করার দায়ে একই জেলার ইউনিটি কম্পোজিট মিলস্ (প্রাঃ) লিমিটেডকে ৩ লাখ ৯৯ হাজার ৩৬০ টাকা, ও টেক্স জীপারস্ (বিডি) লিমিটেডকে ১ লাখ ৭০ হাজার ৭৫২ টাকা, জেলার সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন এর অন্তর্গত পিরোজপুর, জৈনপুর, ছয়হিস্যা, চর ভাটিবন্দর এবং রতনপুর মৌজায় বিস্তীর্ণ কৃষি জমি, জলাভূমি এবং নীচু ভূমি অবৈধভাবে ভরাট করার দায়ে মেঘনা ইকোনমিক জোন লিমিটেডকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

সর্বশেষ সংবাদ