বাংলাদেশ-চায়না চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) গুলশান ওয়েস্টিন হোটেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক তরুণ শিল্প উদ্যোক্তা গাজী গোলাম মর্তুজা পাপ্পার সভাপতিত্বে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে এ অভিষেক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিল্পমন্ত্রী নুরুল মাজিদ হুমায়ুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, এনবিআরের চেয়ারম্যান সিনিয়র সচিব মো মোশারফ হোসেন ভুইয়া, চায়না দূতাবাসের কাউন্সিলর অর্থনীতি ও বাণিজ্যিক মি, লিও জিনহুয়া।
আজ সন্ধ্যা পবিত্র কুরআন পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রথমে শুভেচ্ছা বক্তব্যে নর্বনির্বাচিত বিসিসিআই এর কার্যকরী সদস্যদের পরিচয় করিয়ে দেন বিসিসিআই এর সাধারণ সম্পাদক শাহজাহান মৃধা বেনু। পরে ১৪ সদস্যের কমিটি অভিষেক হয়। বাংলাদেশ-চায়না চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজের কার্যনির্বাহী কমিটির সভাপতি হয়েছেন তরুণ শিল্প উদ্যোক্তা গাজী গোলাম মর্তুজা পাপ্পা। তিনি নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের বড় ছেলে ।
সভাপতির বক্তব্যে গাজী গোলাম মর্তুজা পাপ্পা বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়ীক কোন সমস্যা থাকবে না। ভাষাগত এবং কারিগরি যে সমস্যা আছে আমরা দ্রুত সমাধান করব। এ ব্যাপারে আমাদের সরকার আন্তরিক রয়েছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, বাংলাদেশ-চায়না চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজ জাতীয় এবং আন্তর্জাতিক ব্যবসা বানিজ্যের ক্ষেত্রে এক যোগে কাজ করবে। তাতে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো সুদৃঢ় হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রেখেছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, শিল্প মন্ত্রী নুরুল মাজিদ হুমায়ুন। এছাড়া অনুষ্ঠানে গোলাম মর্তুজা পাপ্পা গাজীকে ক্রেস্ট প্রদান করা হয়েছে।