আজ বুধবার, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন

সংবাদচর্চা রিপোর্ট:
জেলা পর্যায়ে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ-১৭), বালিকা(অনুর্ধ-১৭) ২০১৯ এর শুভ উদ্ভোধন করেছেন জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকালে নারায়ণগঞ্জস্থ ওসমানী পৌর স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্ভোধন করা হয়।

জেলা প্রশাসক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, লেখাপড়ার পাশাপশি খেলাধুলার মাধ্যমে অনুর্ধ্ব-১৭ বৎসী বালক বালিকাদের শারীরিক, মানসিক ও মানসিক বিকাশের জন্য প্রতিযোগিতার মাধ্যমে সহিষ্ণুতা, মনোবল বৃদ্ধি ও খেলাধুলায় উৎসাহী করে গড়ে তোলার এবং মাদকাশক্তি, জঙ্গিবাদসহ সকল অসামাজিক কর্মকান্ড হতে বিরত রাখার লক্ষ্যে দেশব্যাপী উপজেলা, জেলা এবং জাতীয় পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ-১৭), বালিকা(অনুর্ধ-১৭) ২০১৯ এর আয়োজন করা হয়েছে।

জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পর্যায়ের খেলা ১৬ সেপ্টেম্বর থেকে শুরু করে ২১ সেপ্টেম্বর পর্যন্ত ওসমানী পৌর স্টেয়িাম, নারায়ণগঞ্জে চলবে। নারায়ণগঞ্জ জেলার ৫টি উপজেলা ও ১টি সিটি কর্পোরেশনসহ মোট ৬টি বালক দল এবং ৬টি বালিকা দল সহ মোট ১২টি দল জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ-১৭), বালিকা(অনুর্ধ-১৭) ২০১৯ এ নক-আউট ভিত্তিতে টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।

সর্বশেষ সংবাদ