আজ শনিবার, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ধরা পড়েছে ৮২ কেজি ওজনের বাঘইড় মাছ

এক ডোবা থেকে ৮২ কেজি ওজনের এক বাঘইড় মাছ ধরা পড়েছে। জামালপুরের দেওয়ানগঞ্জের সানন্দবাড়ির জিগাবাড়ি বাজার এলাকা থেকে মাছ টি ধরা পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, যমুনা নদী থেকে দিক হারিয়ে চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ি জিগাবাড়ির এক ডোবায় হাঁটু পানিতে আটকা পড়ে বিশাল আকৃতির মাছটি।

মঙ্গলবার সকালে স্থানীয় বাহাদুর নামে এক ব্যক্তি মাছটি দেখতে পান। পড়ে তিনি জাল দিয়ে মাছটি ধরেন।

আশপাশের উৎসুক জনতা মাছটিকে এক নজর দেখতে ভিড় জমায়। পরে মাছটি ভ্যান দিয়ে সানন্দবাড়ির মৌলভীচর মোড়ে বিক্রির জন্য আনেন বাহাদুর।

বাহাদুর ৬০ হাজার দাম হাঁকলে এলাকাবাসী দরদাম করে ৪৫ হাজার টাকায় কিনে সবাই ভাগ করে নেন।

স্পন্সরেড আর্টিকেলঃ